উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, কলমাকান্দা, নেত্রকোণার বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ০৫.০৬.২০২১ খ্রিঃ তারিখে কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে "প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১"। এতে উপজেলার খামারীগণ বিভিন্ন প্রকার উন্নত জাতের ও আকর্ষণীয় গবাদিপশু ও হাঁস-মুরগি এবং প্রাণিসম্পদ প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ করেন।
প্রদর্শনীতে সভাপতিত্ব করেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সোহেল রানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান, সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব আফরোজ বেগম শিমু এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, ভেটেরিনারি সার্জন ডা. ফারুক হোসেন এবং এলডিডিপি প্রকল্পের কর্মকর্তা কর্মচারীসহ অন্যান্য সহকর্মীগণ।
প্রদর্শনীতে আগত দর্শনার্থীগণ ব্যাপকভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত হন। প্রদর্শনী শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য়, ৩য় ও বিশেষ স্থান অধিকারী খামারীদের মাঝে পুরস্কার তুলে দেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, অংশগ্রহণকারীগণ ও দর্শনার্থী সকলে এরকম আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস