শিরোনাম
কলমাকান্দায় ভ্রাম্যমান ব্যবস্থায় দুধ, ডিম, মাংস বিক্রয় শুরু
বিস্তারিত
মুজিববর্ষের অঙ্গীকার
নিরাপদ প্রাণিজ পুষ্টি হবে সবার
দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণের অংশ হিসেবে আজ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ভ্রাম্যমান পদ্ধতিতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের কার্যক্রম পরিচালনা শুরু হয়।
এ কার্যক্রম উদ্বোধন করেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল খালেক, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সোহেল রানা এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) জনাব আফরোজা বেগম সিমু। উদ্বোধনকালে প্রধান অতিথি মহোদয় সরকারের এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেন, এর দ্বারা এ এলাকার জনসাধারণ বিশেষভাবে উপকৃত হবে।
এলডিডিপির সহযোগিতায় এ কার্যক্রমটি সুষ্ঠুভাবে শুরু ও চলমান রাখার বিষয়ে নির্দেশনা প্রদান ও তত্ত্বাবধানের জন্য সম্মানিত পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, ময়মনসিংহ জনাব সুখেন্দু শেখর গায়েন স্যার এবং সম্মানিত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নেত্রকোণা জনাব ডা. মনোরঞ্জন ধর স্যারের প্রতি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, কলমাকান্দা, নেত্রকোণা কৃতজ্ঞতা প্রকাশ করছে।
সুখে থাকুক দেশের মানুষ।