Title
Heifer distribution among tribal people
Details
মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বুধবার (২৫ নভেম্বর) “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় ৫১টি (দুই ধাপে ১১১টি) ক্রস ব্রিড বকনা গরু, গরুর ঘর তৈরির জন্য উপকরণ এবং ১২৫ কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা-১ (কলমাকান্দা, দূর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মানু মজুমদার।
অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় এমপি মহোদয়ের সহধর্মিনী জনাব ক্যামেলিয়া মজুমদার, উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল খালেক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. মনোরঞ্জন ধর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন আজাদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এটিএম মাহমুদুল হক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সরকারকে ধন্যবাদ জ্ঞাপনসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।